ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পবায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
পবায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগ্নিসংযোগ করেছে।

 

শনিবার (২৮ মে) গভীর রাতে ওই নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা তার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।

তিনি আরও জানান, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে করা নির্বাচনী ক্যাম্পে শনিবার গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়। আগামী ৪ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসএস/এমজেডআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।