ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার (২৯ মে) দুটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।
২০১৫ সালের ৩ মার্চ হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে ঢাকা মেট্রো-জ-১১-২৮৬৯ নম্বরের একটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।
চার্জশিটভূক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
অপর মামলাটি ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন বাগানবাড়ি এলাকায় এস এ খালেক মাঠের ভেতর আলিফ এন্টারপ্রাইজ পরিবহনের গ্যারেজের সামনে ঢাকা মেট্টো-ব ১৪-৮০৬৪ নম্বর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমআই/বিএস