ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দুয়ায় বিএনপি কর্মীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
কেন্দুয়ায় বিএনপি কর্মীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ১০

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষের সংঘর্ষে থানার উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মে) উপজেলার খাদ্যগুদাম ও পৌর ঈদগাহ মাঠের পাশে দুই দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন, এসআই কাদের, খায়ের, উত্তম এবং কনস্টেবল রাফিউল ও কবির। আটক বিএনপির ১০ নেতাকর্মী হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জু রহমান, সদস্য খোকন খান, পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল্লাহ ইসলাম, সদস্য সৈয়দ মাহবুবুল হক ফারুক, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইউসুফ খান পাঠান, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি আঞ্জু মিয়া, সমর্থক কানন মিয়া, আবু তাহের, সাদ্দাম হোসেন ও উজ্জ্বল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউকে জানান, দুই দফার এ সংঘর্ষে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিক বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।