ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সাভারে বিএনপির হামলায় আ’লীগের ১০ কর্মী আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
সাভারে বিএনপির হামলায় আ’লীগের ১০ কর্মী আহত

সাভার: সাভারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইবনে হাসিব সোহেল সমর্থকদের হামলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের দশ কর্মী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম জানান, সকালে তার দশ জন কর্মী সাধাপুরের বিভিন্ন এলাকায় ব্যানার ফেষ্টুন ও পোষ্টার লাগিয়ে বাসায় ফিরছিলেন। এসময় তারা কাজীপাড়া এলাকায় পৌছ‍ালে বনগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইবনে হাসিব সোহেলের লোকজন তাদের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় কর্মী ওমর ফারুক, মহিউদ্দিন, কালাম, শফিকুলসহ ১০ জনকে পিটিয়ে গুরতর আহত করে। এছাড়া  তাদের সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। তারা একটি প্রাইভেট কারও ভাঙচুর করে।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।