ঢাকা: নাশকতার সাত মামলায় বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩১ মে) শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান খান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।
জামিন পাওয়া সাতটি মামলা রাজধানীর মিরপুর, পল্লবী, পল্টন ও মতিঝিল থানার। ব্যারিস্টার রফিকুল মোট ২৮টি নাশকতার মামলার আসামি। এ নিয়ে ২২টি মামলায় জামিন পেলেন তিনি।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে কারাগারে অছেন। গত ১৬ মে দুপুরে নাশকতার দশ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার সিএমএম আদালত।
ওইদিন আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার মামলায় জামিন মঞ্জুর ও বাকি দশ মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ইএস/এএসআর