ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলছড়ির গজারিয়া ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ফুলছড়ির গজারিয়া ইউপি নির্বাচন স্থগিত

গাইবান্ধা: নদী ভাঙনের কারণে সৃষ্ট সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।  

মঙ্গলবার (৩১ মে) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।

শফিকুর রহমান আকন্দ জানান, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ওই ইউনিয়নের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।  

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সচিবালয় গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছেন। ষষ্ঠ ধাপে ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

তিনি আরো জানান, এ সংক্রান্ত আদেশের কপি পাওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।