ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বজনদের সান্ত্বনা দিতে ফাহিম মুনয়েমের বাসায় সাজেদা চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুন ১, ২০১৬
স্বজনদের সান্ত্বনা দিতে ফাহিম মুনয়েমের বাসায় সাজেদা চৌধুরী

ঢাকা: বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে তার শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসায় গেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বুধবার (১ জুন) দুপুরে ফাহিম মুনয়েমের রাজধানীর গুলশান ২ নম্বরের বাসায় যান তিনি।

এসময় মরহুমের স্ত্রী ও ছেলেকে সমবেদনা জানান তিনি। সান্ত্বনা দেন অন্য স্বজন ও শুভানুধ্যায়ীদেরও।

এসময় সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি একজন একজন বরেণ্য সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে ‍রাজধানীর গুলশানের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম। এসময় তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসজেজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।