ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১, ২০১৬
দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দিনাজপুর: বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আহসানুল হক এই আদেশ জারি করেন।

দিনাজপুর কোর্ট পুলিশ আবু সাঈদ আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে
বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে নিয়ে কটূক্তি করেন তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা
ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এর আগে সমন জারি করেছিলেন আদালত। বুধবার একই মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।