ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলছড়িতে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ফুলছড়িতে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পাঁচ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মু্ক্তিযোদ্ধা আযিযুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় স্থানীয় জনতা চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেছে।

শুক্রবার (০৩ জুন) ভোরে ওই ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আযিযুর। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তার পায়ে পরপর তিনটা গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এসে ধাওয়া করে চারজনকে হাতে-নাতে আটক করে।

পরে গুরুত্বর আহত অবস্থায় আযিযুরকে পার্শ্ববর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বাংলানিউজকে জানান, এ ঘটনায় আটক চারজনকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের এখনও থানায় আনা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।