ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ২ জন গুলিবিদ্ধসহ আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
সোনাগাজীতে ২ জন গুলিবিদ্ধসহ আহত ৬

ফেনী: ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালীয়া এলাকায় শনিবারের (০৪ জুন) ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২ জন গুলিবিদ্ধসহ ৬ আহত হয়েছেন।
 
শুক্রবার (০৩ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯ নং নবাবপুর ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন ও  বিএনপি দলীয় প্রার্থী জহিরুল হক জহিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে শহিদ, হেলাল, হানিফ ও ডিপজলসহ উভয় পক্ষের ৬ জন আহত ও দু’জন গুলিবিদ্ধ হন। প্রাথমিক গুলিবিদ্ধদের নাম জানা যায়নি।
 
সোনাগাজী মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গুলিবিদ্ধের বিষয়টি তিনি শুনলেও তাদের নাম জানাতে পারেননি।

এদিকে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরপুর এলাকার এক মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।

আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় মেম্বার প্রার্থী আরু মিয়ার সমর্থকরা অপর প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে তৎপর রয়েছে পুলিশ। যেকোনো অনিয়ম দেখলেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদশে সময়: ০২৫১ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমজেডআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।