ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব ধাপে (মোট ৬ ধাপ) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
 
শনিবার (০৪ জুন) বিকেলে নির্বাচন পরিস্থিতি নিয়ে ইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে। নির্বাচনে সহিংসতা এবং অনিয়ম প্রতিরোধে সমাজে সংস্কার আনতে হবে। এজন্য সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিল মারার ঘটনা একদমই ঘটেনি।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সারাদেশে অন্যান্য সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে টিভিতে দেখিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ ধাপে নির্বাচনে একটি লক্ষ্যণীয় বিষয় হলো, নারী ভোটারদের পাশাপাশি পুরুষ ভোটারদেরও দীর্ঘ লাইন দেখা গেছে।
 
দেশের ৪ হাজার ৫৫৫ ইউপির মধ্যে জুনের মধ্যে ৪ হাজার ২৭৫ ইউপি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে লক্ষ্য নিয়ে ইউপি নির্বাচন শুরু করা হয়।
 
প্রধম ধাপে ৭৫২ ইউপির নির্বাচনের জন্য ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছিল। দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচন সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। টিভি মনিটরিংও করা হয়েছে। এছাড়া বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ষষ্ঠ ধাপে কয়েকটি জায়গায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এ পর্যন্ত তিন জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বর্হিভূত হওয়ায় ৩৬ ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে।
 
এবারের নির্বাচনের শুরু থেকেই কেন্দ্র দখল করে দুস্কৃতিকারীর ব্যালটে সিল মারা বন্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কঠোর নির্দেশ ও কার্যকরী পদক্ষেপের কারণেই এ অপসংস্কৃতি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়েছে। পঞ্চম ধাপের নির্বাচনের আগের রাতে একটি কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেও ষষ্ঠা ধাপে কোথাও এ ঘটনা ঘটেনি।
 
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ইউপি নির্বাচনের বড় চ্যালেঞ্জ ছিল ব্যাপক সংখ্যক ব্যালপ পেপার মুদ্রণ ও যথাসময়ে তা নির্বাচনী এলাকায় পৌঁছানো। এতো অল্প সময়ে চেয়ারম্যান ও সদস্যদের জন্য প্রায় ২০ কোটি ব্যালট মুদ্রণ করতে হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকায় স্বল্প সময়ে নির্ভুল ব্যালট মুদ্রণ সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এ চ্যালেঞ্জ মোকাবেলা করা গেছে।
 
নির্বাচন কমিশনের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল শেষ মুহূর্তে কোর্টের আদেশে নিষেধাজ্ঞা এবং তা প্রত্যাহার করা। যে কারণে অনেক ব্যালট পেপার নষ্ট হয়েছে। এছাড়া রাস্তায় দুর্ঘটনা এবং পানিতে ডুবে যাওয়ার কারণেও অনেক ব্যালট পেপার নষ্ট হয়েছে। যে কারণে পুনরায় মুদ্রণ করতে হয়েছে।
 
তিনি বলেন, প্রত্যেক প্রার্থী যাতে প্রচারণার সমান সুযোগ পায় এবং প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে ভোটদিতে পারেন এবং কোথাও যাতে নির্বাচনী সহিংসতা না হয়, সে লক্ষ্য নিয়েই কমিশন নির্বাচন পরিচালন করেছে। কোথাও কোনো শিথিলতা বরদাস্ত করা হয়নি।
 
প্রথম পর্যায়ে তফসিল ঘোষণার পরপরই মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া তৃতীয় ধাপের নির্বাচনের আগেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সভা করা হয়। কেন্দ্র দখল করতে আসা সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। শতশত নিরীহ শান্তিপূর্ণ ভোটার ও কর্মকর্তাদের জানমালের নিরাপত্তা এবং ভোটের উপকরণ রক্ষায় রাষ্ট্রীয় কাজে বাধাদানাকারী এসব সন্ত্রাসীদের কঠোরভাবে দমন কতে কমিশনের নির্দেশ ছিল। তাই, যখন যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
সিইসি আরও বলেন, আমরা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ভোট গ্রহণ কর্মকর্তাদের বরখাস্ত করেছি। এছাড়া সংসদ সদস্যদের (এমপি) বিরুদ্ধে মামলা এবং এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছি। কাজেই সবচেয়ে ভাল দায়িত্বপালনের জন্য আমরা চেষ্টা করেছি।
 
এ যাবত ইউপি নির্বাচনে আমাদের নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধিভঙ্গের দায়ে ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন। এছাড়া ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দিয়েছেন।

১৯৮৮ সালে প্রাণহানির সংখ্যা বেশি ছিল। এবার তাও ছাড়িয়ে গেছে। ইসি নিজেকে সফল মনে করে না? এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, যে কোনো মানুষের প্রাণহানি একটা দুঃখজনক বিষয়। আমরা এসব ব্যাপারে  মর্মাহত এবং গভীর শোক প্রকাশ করছি। আমরা চাই না একটিও প্রাণহানি হোক। কিন্তু অন্যদিকে শতশত নিরীহ ভোটার এবং নির্বাচনী কর্মকর্তা, রাষ্ট্রীয় মালামাল সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করাও রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে দৃষ্টি রাখতে হবে সন্ত্রাসীরা যাতে নিজের হাতে যখম না হয়। সেজন্য আমরা যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার ততটুকু নিয়েছি। এছাড়া একে তো ইউপি নির্বাচন। ভেরি কমপিটিটিভ। সে জন্যই তিক্ততা একটু বেশি। আরেকটা বিষয় মনস্তাত্ত্বিক-আমাদের যারা নির্বাচনে দাঁড়ান, তারা সবাই মনে করেন নিজেরই জয়ী হওয়া উচিত। ভোটাররা কি ভাবে তা তোয়াক্কা করেন না কেউ। যেজন্য তারা যে কোনো ভাবেই হোক নির্বাচনে জিততে চান। এ সমন্ত কারণেই এমন ঘটনা ঘটেছে।
 
আমাদের কাজ নির্বাচনটা সুষ্ঠুভাবে করা। আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে করতে। গুটি কয়েক এলাকা ছাড়া সারাদেশেই কিন্তু সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে যোগ করেন তিনি।
 
সুষ্ঠু নির্বাচনের অন্তরায় কি, যে কারণে ভাল নির্বাচন করা গেল না। এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা মনেকরি আগের চাইতে ভাল নির্বাচন করা গেছে। প্রথম পর্যায়ে যেভাবে শুরু হয়েছিল, তার চাইতে ইমপ্রুভ হয়েছে। ডেফিনেটলি ইমপ্রুভ হয়েছে। এ ধাপে নয় সামগ্রিকভাবেই ইমপ্রুভ হয়েছে।
 
তিনি আরো বলেন, নির্বাচনে সহিংসতাও একটি বড় কারণ হচ্ছে অস্থিরতা। এটা সমাজের সর্বস্তরেই পরিলক্ষিত হচ্ছে। শিশুকে সামান্য কারণে আছড়িয়ে মেরে ফেলা হচ্ছে। সেদিন দেখলাম মোবাইল ফোন চুরি করার কারণে মেরে ফেলা হয়েছে। জীবনের দাম এখন সবচেয়ে কম হয়ে গেছে বলে মনে হচ্ছে। সবকিছুর দাম বাড়ে জীবন ছাড়া। তাই সামাজিক পারসেপশনে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমে দায়িত্বও আছে। আশাকরি, ভবিষতে এমন দিন আসবে যখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়াই নির্বাচন করতে পারবো।
 
ইউপি নির্বাচন করে সন্তুষ্ট কিনা? এ প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, এটা সন্তুষ্টি-অসন্তুষ্টির ব্যাপার না। এটা একটা দায়িত্ব পালন করে যাওয়া এবং দায়িত্ব ভালভাবে পালন করার চেষ্টা করা।
 
এতো মানুষের মৃত্যুর দায় কে নেবে? এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা একটা সামাজিক ব্যাপার। সমাজেই এর সংস্কার আসতে হবে। আমাদের মানসিক চিন্তাধারায় পরিবর্তন আসতে হবে। একটা বাচ্চাকে আছড়িয়ে মেরে ফেলা নরমাল বিষয় নয়।
 
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬/আপডেটেড ২০২৮
ইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।