ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে আ’লীগ ৪, বিএনপি ২ ও স্বতন্ত্র ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ৪, ২০১৬
মৌলভীবাজারে আ’লীগ ৪, বিএনপি ২ ও স্বতন্ত্র ৬

মৌলভীবাজার: ষষ্ঠ ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউপিতে আওয়ামী লীগ ৪, বিএনপি ২ ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (০৪ জুন) রাতে মৌলভীবাজার জেলার নির্বাচন কর্মকতা ইস্তাফিজুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- খলিলপুর ইউনিয়নে অরবিন্দ পোদ্দার (আওয়ামী লীগ), মনুমুখ ইউনিয়নে আব্দুল হক (স্বতন্ত্র), কামালপুর ইউনিয়নে ফয়সল আহমদ (বিএনপি), আপার কাগাবলা ইউনিয়নে আজির উদ্দিন (আওয়ামী লীগ), আখাইলকুড়া ইউনিয়নে সেলিম আহমদ (স্বতন্ত্র), একাটুনা ইউনিয়নে মো. আবু সুফিয়ান (আওয়ামী লীগ), চাঁদনীঘাট ইউনিয়নে মো. আকলাই মিয়া (স্বতন্ত্র), কনকপুর ইউনিয়নে রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), আমতৈল ইউনিয়নে রানা খান শাহীন (বিএনপি), নাজিরাবাদ ইউনিয়নে সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র), মোস্তফাপুর ইউনিয়নে তাজুল ইসলাম (স্বতন্ত্র) এবং গিয়াসনগর ইউনিয়নে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এনটি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।