ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুরুদাসপুর ও বাগাতিপাড়ায় আ’লীগ ৯, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ৫, ২০১৬
গুরুদাসপুর ও বাগাতিপাড়ায় আ’লীগ ৯, স্বতন্ত্র ১

নাটোর: নাটোরের গুরুদাসপুর ও বাগাতিপাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ ৯টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ১টিতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
গুরুদাসপুরে ৬টি ও বাগাতিপাড়ায় ৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুরে বিজয়ীরা হলেন- বিয়াঘাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী মোজাম্মেল হক, খুবজীপুর ইউপিতে মনিরুল ইসলাম দোলন, ধারাবারিষা ইউপিতে আব্দুল মতিন, মশিন্দা ইউপিতে মোস্তাফিজুর রহমান ও চাপিলা ইউপিতে আলা উদ্দিন ভুট্ট।

এছাড়া নাজিরপুর ইউপিতে আওয়াম লীগের বিদ্রোহী প্রার্থী শওকত রানা লাবু।

অপরদিকে, বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়ার ইউপিতে জহুরুল ইসলাম, বাগাতিপাড়া ইউপিতে মজিবর রহমান (নৌকা) ও জামনগর ইউপিতে আব্দুল কুদ্দুস।
 
দয়ারামপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুর রহমান মিঠু গত ১৯ মে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার (৪ জুন) চেয়ারম্যান পদ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।