ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আ’লীগ ১৬, বিএনপি ১ ও স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
সিরাজগঞ্জে আ’লীগ ১৬, বিএনপি ১ ও স্বতন্ত্র ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৪টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ ১৬টি, বিএনপি ১টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ১টিতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন- রামকৃষ্ণপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরো, বাঙালা ইউপিতে সোহেল রানা, পুর্ণিমাগাঁতী ইউপিতে খলিলুর রহমান, কয়ড়া ইউপিতে হেলাল উদ্দিন, উল্লাপাড়া সদর ইউপিতে আব্দুস সালেক, বড় পাঙ্গাসী ইউপিতে হুমায়ুন কবির লিটন, মোহনপুর ইউপিতে খালিদ ইনতেজার শক্তি, দুর্গানগর ইউপিতে আফসার আলী, সলপ ইউপিতে প্রকৌশলী শওকত ওসমান, পঞ্চক্রোশী ইউপিতে ফিরোজ আহম্মেদ, হাটিকুমরুল ইউপিতে হেদায়েতুল আলম, স্থল ইউপিতে মোহাম্মদ নজরুল ইসলাম, খাস পুকুরিয়া ইউপিতে আব্দুল মজিদ সরকার, ঘোরজান ইউপিতে রমজান আলী, শাহজাদপুর কৈজুরী ইউপিতে সাইফুল ইসলাম ও কাজিপুর সদর ইউপিতে আতিকুল ইসলাম নান্নু।

এছাড়া উদুনিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল।

সলঙ্গা ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।