বরিশাল: বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সাবেক ছাত্র ও ছাত্রলীগের কর্মী রেজাউল করিম রেজা হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করা সড়ক অবরোধ তুলে নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পুলিশের পক্ষ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে দুই ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়ক, বরিশাল পটুয়াখালী ও বরিশাল ঝালকাঠি সড়কের অবরোধ তুলে নেয় তারা।
এর আগে রোববার (৫ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপারে, বরিশাল-পটুয়াখালী সড়কের কর্ণকাঠির বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ও বরিশাল ঝালকাঠি সড়কের কালিজিরা পয়েন্টে অবরোধ করে বরিশাল মহানগর ছাত্রলীগের একাংশ এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মী ও অনুসারীরা।
এসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও সড়কে অবস্থান নেয়।
এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপারে বিক্ষুব্ধরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ১২ নম্বর আসামি মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
এসময় শুধু ঢাকার সঙ্গে বরিশাল, বরিশাল থেকে পটুয়াখালী কিংবা ঝালকাঠির রুটে নয় বরিশালের আভ্যন্তরীণ, বানারীপাড়া, গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জসহ প্রায় ১০টি রুটে যান চলাচল বন্ধ থাকে। তবে অবরোধ চলাকালীন কোন যানবাহন ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা অবরোধের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিলো চরমে, যা শেষ আধ ঘণ্টায় বৃষ্টির কারণে কয়েকগুণ বেড়ে যায়।
এ বিষয়ে যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন বলেন, ২৭ মে রাতে রেজাকে হত্যা করা হলে ওই মামলায় কেবল জাহিদকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মহাসড়ক অবরোধ করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাদ জানান, পুলিশের পক্ষ থেকে রেজা হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) আজাদ রহমান বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরএ