ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় সমঝোতায় আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় সমঝোতায় আসতে হবে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় ঐক্যবদ্ধভাবে সমঝোতায় আসতে হবে।

রোববার (৫ ‍জুন) দুপুর ১২টার দিকে জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরতন্ত্র পাকা ও একদলীয় শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে সরকার। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে, বিরোধী দলকে তারা নির্বাচনে যেতে দিতে চায় না।

জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল হক, আইনুল হক মাস্টার ও জিয়াউর রহমান প্রমুখ।

বর্ধিত সভায় বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের পর এটি মহাসচিবের প্রথম সভা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।