ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৬
হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (০৬ জুন) দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে পইল ইউনিয়নের পইল গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আবদুল জলিল (৩০), ফয়জুর (২১), সাইদুর (২৮), সোহাগ (৩০), রুবেল (২৫), বেলাল (৩৫) ও রউফসহ (৩০) অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পইল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মঈনুল হক আরিফ চেয়ারম্যান নির্বাচিত হন।

সোমবার দুপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাহেব আলীর লোকজন বিজয়ী প্রার্থী আরিফের সমর্থক আব্দুর রউফের বাড়ি-ঘরে হামলা চালান। এর জের ধরে দুইপক্ষের লোকজন লাটিসোটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।