ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আরও ১০ মামলায় মাহফুজ আনামের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৬
আরও ১০ মামলায় মাহফুজ আনামের জামিন

ঢাকা: আরও দশ মামলায় জামিন পেলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
 
মঙ্গলবার (০৭ জুন) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেন।


 
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
 
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবাদ প্রকাশ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তার ‘বিরাট ভুল’।
 
এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করা হয়।
 
এর মধ্যে সিলেটে একটি মামলা খারিজ হয়। বাকি ৮২টি মামলার মধ্যে বিচারিক আদালতে ৬টি এবং হাইকোর্ট থেকে জামিন পান ৬৬টি মামলায়। এরপর এ ৭২টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মাহফুজ আনাম। গত ১১ এপ্রিল হাইকোর্ট ৭২ মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
 
এরপর সম্প্রতি বাকি ১০ মামলার জামিন চেয়ে আবেদন জানান মাহফুজ আনাম। মঙ্গলবার এ ১০ মামলায়ও জামিন পান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।