ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আত্মসমর্পণ করবেন হাবিব উন নবী খান সোহেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
আত্মসমর্পণ করবেন হাবিব উন নবী খান সোহেল

ঢাকা: ২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৪১ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

 

রোববার (০৯ অক্টোবর) সকালে সোহেলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা বাংলানিউজকে বিষয়টি জানান।

 

মেজবা বলেন, ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় রোববার স্বশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন বিএনপির এ নেতা।

রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয় জানিয়ে তিনি বলেন, ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে এ মামলাগুলোর শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমআই/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।