ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার ৪০ মামলায় সোহেল কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নাশকতার ৪০ মামলায় সোহেল কারাগারে

ঢাকা: ২০১৫ সালে রাজধানীর পল্টন ও যাত্রাবাড়িসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪০ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন আদালত।

রোববার (০৯ অক্টোবর) সকালে ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালত এ মামলাগুলোর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন সাতজন বিচারক।



এর আগে, ২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৪০ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে আদালতে যান বিএনপির এ নেতা।

রোববার সকালে সোহেলের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বাংলানিউজকে বলেন, ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন সোহেল।

রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয় বলেও জানান এ আইনজীবী।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬/আপডেট: ১২৩০ ঘণ্টা,
এমআই/ওএইচ/আরআই

** আত্মসমর্পণ করবেন হাবিব উন নবী খান সোহেল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।