ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশে

ঢাকা: জাতীয় জোট বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদা বলেছেন, দেশে বতমানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এজন্য বর্হিবিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে।

জ্বালাও-পোড়াও থেকে উদ্ধার করে শেখ হাসিনা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তোপখানা মেহেরবা প্লাজায় বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নাজমুল হুদা বলেন, বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করতে তার দল প্রস্তুত আছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, দেশে একটি স্থিতিশীল অবস্থা এবং ধারাবাহিকতা এসেছে। এ কারণে বর্হিবিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে পড়েছে। উন্নয়ন সহযোগিতায় এগিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে উন্নত রাষ্টগুলো।

গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান নাজিমুদ্দিন আল আজাদ, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, জাগো বাঙালির চেয়ারম্যান ডা. হাবিবুর রহমান হাবিব, মো সালাম মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।