ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগের সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে বগুড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
যুবলীগের সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে বগুড়া

বগুড়া: বগুড়ায় জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

যে কোনো ধরনের নাশকতা ও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সাজোয়াযান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
 
শনিবার (১৫ অক্টেবর) বেলা ১১টার দিকে সম্মেলনস্থল বগুড়া জিলা স্কুল মাঠ ও আশেপাশের এলাকা ঘুরে এ পরিস্থিতি লক্ষ্য করা যায়।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেহ তল্লাশি করে দলীয় নেতাকর্মীদের সম্মেলনেস্থলে প্রবেশ করতে দিচ্ছেন।
 
শহরজুড়ে পুলিশের পাশাপাশি ৠাব সদস্যরা টহল দিচ্ছেন। সাদা পোষাকে রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সম্মেলন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।