ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করছে

ঢাকা: আওয়ামী লীগ সরকারের অর্জনকে ম্লান করতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলনে একথা বলেন তিনি।

আব্দুস সোবহান বলেন, সরকারের অর্জনকে মেনে নিতে পারছে না বিএনপি-জামায়াত। এজন্য তারা ক্রমাগত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ জানে কারা দেশের উন্নয়ন করছে আর কারা ক্ষতি করছে। এখন কেউ না খেয়ে থাকে না। একদিন কাজ করে এক সপ্তাহের ঘরের দ্রব্য সামগ্রী ক্রয় করে শ্রমিকরা। এতে কি স্পষ্ট নয় দেশের উন্নয়ন হচ্ছে কি না?

স্বাধীনতাকে কলঙ্কিত করেছেন জিয়া মন্তব্য করে তিনি বলেন, জিয়া যখন ক্ষমতায় গেলেন তখন তিনি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেন। তাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেন। যেখানে তাদের শাস্তি হওয়ার কথা ছিলো সেখানে তারা জামাই আদরে বিলাসী জীবন-যাপন করেছে। এতেই স্পষ্ট জিয়া ছিলেন স্বাধীনতা বিরোধী।
 
তিনি আরও বলেন, সকল যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে এবং শেষ করা হবে। তাই বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন তারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। এক এক করে সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।
 
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই আমি জানি শিক্ষকদের কষ্ট কোথায়? একজন শিক্ষকের অর্জন তখনই সার্থক যখন শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়। দেশের উন্নয়নে নিজেকে সপে দেয়। এজন্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে আপনাদের গড়ে তুলতে হবে। শুধু তাই নয়, তারা যেন বিপদগামী না হয় সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে।
 
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ময়মনসিংহ বিভাগের সভাপতি গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রাইমারি এডুকেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নবী হোসেন তালুকদার, বাংলাদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির সভাপতি সরকার আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসজে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।