ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পরশুরামে ৩ ইউপি নির্বাচনে ২৫ প্রার্থী নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
পরশুরামে ৩ ইউপি নির্বাচনে ২৫ প্রার্থী নির্বাচিত

ফেনী: ফেনীর পরশুরামে ৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ সমর্থিত তিনজন চেয়ারম্যান প্রার্থী, ১৪ জন সাধারণ সদস্য ও আটজন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মির্জানগর ‌ ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জামাল উদ্দিন চৌধুরী, জালাল আহমেদ ও শাহাদাত হোসেন। চিথলিয়া ইউপিতে বিএনপি সমর্থিত আবদুর রব ও রেজাউল করিম। বকসমাহমুদ ইউপিতে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় মির্জানগর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ও বকসমাহমুদ ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
 
এদিকে, মির্জানগর ইউপিতে সাধারণ সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডে ফজলুল বারী মনছুর, ৬ নম্বর ওয়ার্ডে আবুবক্কর ছিদ্দিক, সংরক্ষিত নারী সদস্য ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে আমেনা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে নুর জাহান বেগম, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রহিমা আক্তার।

চিথলিয়া ইউপিতে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আবদুর রহিম মজুমদার, ৪ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল, ৫ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৭ নম্বর ওয়ার্ডে কাদের রব্বানী নয়ন, ৮ নম্বর ওয়ার্ডে মো. ইয়াছিন, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে শারমীন আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে নাসরিন সুলতানা, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে নাজনীন আক্তার।

বকসমাহমুদ ইউপিতে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. জাহিদ, ৩ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহীম, ৬ নম্বর ওয়ার্ডে মো. ইয়াছিন, ৮ নম্বর ওয়ার্ডে ফয়েজ উল্লাহ, ৯ নম্বর ওয়ার্ডে ইদুল হাসান রুবেল ও সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২, ৩, ৪, ৫,৬ নম্বর ওয়ার্ডের ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এছাড়া মির্জানগর ইউপিতে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ফখরুল ইসলাম ফারুক, হাবিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মীর হোসেন, শাখাওয়াত হোসেন রুবেল, নুরুল আলম মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডে মো. ইয়াছিন, নুরুল ইসলাম, আবু তাহের, ৪ নম্বর ওয়ার্ডে মো. হাবিব, নিজাম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে আবুবক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন নিজাম, ৮ নম্বর ওয়ার্ডে হাবিব উল্লাহ, জসিম উদ্দিন, আবু তাহের, ৯ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহম্মদ, মহিউদ্দিন ও বোরহান উদ্দিন।

চিথলিয়া ইউপিতে সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে পেয়ার আহম্মদ, শাহাদাত হোসেন, রুহুল আমিন, ৩ নম্বর ওয়ার্ডে নুরুল আমিন পাটোয়ারি, জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন মোল্লা ও মো. ইব্রাহীম।

বকসমাহমুদ ইউপিতে সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে রেজাউল হক, আবুল কাশেম, ৪ নম্বর ওয়ার্ডে দীলিপ চন্দ্র পাল, সালেহ আহম্মদ, মো. সফিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মন্টু মিয়া, আবদুল গণি, সংরক্ষিত নারী সদস্য পদে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার ও সেলিনা আক্তার প্রতিদ্বন্দ্বী থাকায় এসব ওয়ার্ডে ৩১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার বলেন, যে সব ওয়ার্ডে নির্বাচন হবে সেসব ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে শনিবার (১৫ অক্টোবর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।