ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সম্মেলন উপলক্ষে রাজধানী সেজেছে রং বেরংয়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আ.লীগের সম্মেলন উপলক্ষে রাজধানী সেজেছে রং বেরংয়ে! ছবি:রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানী সেজেছে নতুন সাজে। চারদিকে লাল নীল আলো আর রাস্তার মোড়ে মোড়ে উৎসবমুখর পরিবেশই জানান দিচ্ছে, নতুন কিছু হতে চলেছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এইসব আয়োজন।
এই সাজসজ্জা শুরু হয়েছে বিমানবন্দর থেকে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান গেইট পর্যন্ত, তাছাড়াও বিজয় সরণি, খামারবাড়ি, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর দুই পাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বড় বড় আলোকিত ফেস্টুন।

ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হচ্ছে আওয়ামী লীগের  অভ্যর্থনা কেন্দ্র। আর সেখানেও থাকছে ফানুসের মত কাগজে মোড়ানো আলোকসজ্জা, বিভিন্ন রাস্তার ল্যাম্পপোস্ট থেকে ঝুলছে ফুলের টবসহ রং বেরংয়ের বেলুন।
 
আওয়ামী লীগের  জাতীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রাজধানীকে নতুন করে সাজিয়ে নেওয়াও এই প্রস্তুতির একটা বড় অংশ ছিল, সেই কাজ ও শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা।

দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি দুই দিনব্যাপী এই সম্মেলনে বন্ধুপ্রতিম ১৫টি দেশের রাজনীতিবিদরাও অংশ নিতে পারেন, তাই তাদেরকে এক নতুন রাজধানী উপহার দেবার প্রস্তুতির অংশ হিসেবে এই সাজসজ্জা।

মঞ্চ ও এই সাজ-সজ্জা রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন আওয়ামী লীগের রাজনীতিবিদরা। জাতীয় সম্মেলনে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বিভিন্ন বাহিনীর পাশাপাশি দুই হাজার স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন এই সম্মেলনে।

“উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবার” এই  স্লোগানকে ধারণ করে রাজধানীকে রাঙ্গিয়ে তুলছে মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।