ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সকাল দশটায় শুরু হবে সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সকাল দশটায় শুরু হবে সম্মেলন ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার। এখন সময় মাথা উঁচু করে দাঁড়াবার’-এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ঐতিয্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের ধারাকে সমুন্নত রেখে শনি ও রবিবার ( ২২ ও ২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে দলের এ ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন। শনিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে দলের সর্বস্তরের নেতাকর্মীকে আগামী নির্বাচনের প্রস্তুতির নির্দেশসহ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

সম্মেলনের শুরুতে সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এর পর জাতীয় সংগীত এর সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করবেন। এ সময় সব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় সংগীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলের থিম সং পরিবেশন করা হবে। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সম্মেলন উদ্বোধন ঘোষণার পর শোক প্রস্তাব পাঠ করা হবে। এর পর অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাগত বক্তৃতা দেবেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আগত বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিদের শুভ্চ্ছো বক্তব্য থাকবে। এর পর বক্তব্য দেবেন বিদেশি রাজনৈতিক দলের অতিথি নেতারা।

সব শেষে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির ভাষণ শেষে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হবে। এর পর দুপুরের খাবার বিরতি দেওয়া হবে।

দুপুরের খাবার শেষে জেলার নেতাদের বক্তব্য শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত। এর পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরদিন রোববার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় ইনস্টিটিউশন ‍অব ইঞ্জিনিয়ার্সে শুরু হবে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন। এর জন্য সেখানে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই কাউন্সিল অধিবেশনে ৬৭৫০ জন কাউন্সিলর অংশ নেবেন। কাউন্সিলের শেষ পর্যায়ে এসে বর্তমান কার্যনির্বাহী সংসদ (কেন্দ্রীয় কমিটি) বিলুপ্ত করা হবে।

এরপর শুরু হবে নতুন কমিটি নির্বাচন প্রক্রিয়া। এই পর্যায়ে তিন সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

দুপুরের খাবার বিরতির পর সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন ও নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।