ঢাকা: ঘড়ির কাটায় শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টা। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।
গভীর রাতে সরেজমিনে দোয়েল চত্বের গিয়ে মো. জাকির নামে এক যুবককে ফেস্টুন লাগানোর কাজে ব্যস্ত দেখা গেলো। দোয়েল চত্বর ও এর আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। লাগানো হয়েছে এবং আরও লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন।
ফেস্টুনগুলোতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছবি সংবলিত। এছাড়া একটি বাঁশের নৌকা তৈরি করে তার চারপাশে লাইট দিয়ে সাজানো হয়েছে।
শেষ মুহূর্তের প্রস্তুতি কাজে ব্যস্ত মো. জাকির বাংলানিউজকে বলেন, সকালে সম্মেলন, এ জন্য তরিঘড়ি করে কাজ শেষ করছেন তিনি।
দোয়েল চত্বর ছাড়াও পুরো রাজধানীতে আলোকসজ্জার করা হয়েছে। আলোক সজ্জায় লাল, নীল, সবুজ, হলুত, বেগুনি, সাদাসহ বাহির রংয়ের বাতি জ্বলতে দেখা যায়।
শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দলের ২০তম সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আরএটি/টিআই