ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চলছে আ.লীগের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
চলছে আ.লীগের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন ছবি: দীপু মালাকার

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুরু হয়েছে কাউন্সিল অধিবেশন।

রুদ্ধদ্বার এ কাউন্সিল অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর।

রুদ্ধদ্বার হওয়ায় এই কাউন্সিল অধিবেশনে সংবাদমাধ্যম ও অঅনুমোদিত কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট মিলনায়তনে এসে পৌঁছালে কাউন্সিল অধিবেশন শুরু হয়। তিনি এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।

এখন দেশের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য চলছে। তাদের বক্তব্য শেষ হলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

** আ. লীগের কাউন্সিল ঘিরে কঠোর নিরাপত্তা

** কাউন্সিল অধিবেশনে যোগ দিতে শুরু করেছেন কাউন্সিলররা

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসকে/এমইউএম/এসএম/টিআই/আরআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।