ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রফ্রন্টের প্রদর্শনীতে ছাত্রলীগের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
সিলেটে ছাত্রফ্রন্টের প্রদর্শনীতে ছাত্রলীগের হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত সুন্দরবন রক্ষায় রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তথ্যচিত্র প্রদর্শনীতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগ। হামলায় ছাত্রফ্রন্টের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ শাখা আয়োজিত তথ্য প্রদর্শনীতে কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রদর্শনীস্থলে সরঞ্জাম ভাঙচুর করে। হামলার কারণে পণ্ড হয়ে যায় প্রদর্শনীটি।

হামলার ঘটনাটি নিছক ছাত্রলীগের কোন্দল দাবি করে মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা রাজেশ সরকার বলেন, ছাত্রলীগ কোনো হামলা চালায়নি।

এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই পূর্বনির্ধারিত কর্মসূচির আয়োজন করলে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলার ঘটনায় অন্তত ছাত্রফ্রন্টের পাঁচ কর্মী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনইউ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।