ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ির ৩ ইউপিতে নির্বাচন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
খাগড়াছড়ির ৩ ইউপিতে নির্বাচন সোমবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির নতুন গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৩১ অক্টোবর)।

এরইমধ্যে গুইমারা ইউনিয়ন, হাফছড়ি ইউনিয়ন ও সিন্দুকছড়ি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনটি ইউনিয়নে মোট ২৭ হাজার ৩৮১ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ১৪ হাজার ৩২ জন পুরুষ ও ১৩ হাজার ৩৪৯ জন নারী ভোটার। এসব ইউপিতে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মোট ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন ও সাধারণ সদস্য পদে লড়ছেন ৮০ জন প্রার্থী।

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৭৮৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বাংলানিউজকে বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

২০১৪ সালের ৬ জুন অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় নতুন উপজেলা হিসেবে গুইমারারা অনুমোদন দেওয়া হয়। গুইমারা খাগড়াছড়ি নবম উপজেলা। এতোদিন মাটিরাঙ্গা উপজেলার আওতায় গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার আওতায় হাফছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি উপজেলার আওতায় সিন্দুকছড়ি ইউনিয়ন ছিল।

তৃতীয় ধাপে অনুষ্টিত নির্বাচনে খাগড়াছড়ির ৩২টি ইউপিতে নির্বাচন হয়। কিন্তু ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়া এবং প্রশাসনিক জটিলতার কারণে গুইমারার এই তিনটি ইউপির নির্বাচন স্থগিত রাখে নির্বাচন কমিশন।

এদিকে, সোমবার মহালছড়ি উপজেলায় এক কেন্দ্রে উপনির্বাচন এবং দুইটি কেন্দ্রে পুন‍ঃনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।