ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রমিক লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
শ্রমিক লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ

ফরিদপুর: সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটুলকে (৩৫) কোনো ধরনের মামলা ছাড়াই গ্রেফতারের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রায়হান উদ্দীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ সভাপতি কাইমুদ্দীন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও কোদালিয়া শহীদ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, পৌর যুবলীগের সভাপতি নিমাই চন্দ্র সরকার, উপজেলা শ্রমিক লীগ নেতা লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমুখ।

বক্তারা বলেন, কোনো মামলা এবং গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাদা পোশাকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে শ্রমিক লীগ নেতা চৌধুরী মাহমুদ আশরাফ টুটুলকে গ্রেফতার করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে টুটুলের মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরকেবি/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।