ঢাকা: আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক রাজনীতির বিপরীতে বামপন্থীদের বিকল্প শক্তি গড়ার রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কংগ্রেসে। বামপন্থীদের ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও কংগ্রেসের প্রস্তাবে বলা হয়েছে।
সিপিবির চার দিনব্যাপী কংগ্রেসের তৃতীয় দিনের কাউন্সিল অধিবেশনে রোববার (৩০ অক্টোবর) এ রাজনৈতিক প্রস্তাব পাস হয়েছে। মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে চলছে এ কাউন্সিল অধিবেশন।
খসড়া রাজনৈতিক প্রস্তাবের ওপর আলাপ-আলোচনা শেষে বিকেলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রস্তাব অনুমোদনের আহ্বান জানান। এ সময় প্রতিনিধিরা প্রস্তাব অনুমোদন করেন।
রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন ৪৫ জন প্রতিনিধি। তারা বামপন্থীদের ঐক্যবদ্ধ করে বাম বিকল্প গড়ার ওপর জোর দেন।
নেতারা বলেন, ‘রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে যে পচন ও অবক্ষয় দেখা দিয়েছে, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন ছাড়া এ সংকট নিরসন করা যাবে না। আওয়ামী লীগ ও বিএনপিকে ভিত্তি করে গড়ে ওঠা বুর্জোয়া রাজনীতির বেড়াজাল ভেঙে বামপন্থীদের নেতৃত্বে বিকল্প রাজনৈতিক শক্তির সংগঠিত উত্থান ছাড়া বর্তমান দুস্থ অবস্থার মৌলিক ও স্থায়ী পরিবর্তন সম্ভব হবে না’।
‘তাছাড়া বর্তমান পরিস্থিতি সুস্পষ্টভাবে এটাও প্রমাণ করছে যে, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী বিশ্বায়নই মানব সমাজের দুর্দশার মূল কারণ। সমাজতন্ত্রের পথ ধরেই এ সংকট থেকে মুক্তি সম্ভব’। ‘কমিউনিস্ট ও বামপন্থীদেরকে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনের কঠিন দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে’।
সকালের অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় কমিটির রিপোর্টের ওপর আলোচনা শেষ হয়। এরপর পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ রিপোর্টের ওপর সমাপনী বক্তব্য রাখেন। এরপর প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। দু’দিনে কেন্দ্রীয় কমিটির রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন ৫১ জন প্রতিনিধি।
রোববারের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেসের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. মেহেরুল ইসলাম, সুতপা বেদজ্ঞ ও লাকী আক্তার।
কংগ্রেসের কাউন্সিলে ৬৮৩ জন প্রতিনিধি, ১০৮ জন পর্যবেক্ষক ও ৯৯ জন ভেটারেন কমরেড (প্রবীণ নেতা) যোগদান করেছেন।
** সিপিবির রাজনৈতিক প্রস্তাব ও গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত রোববার
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এএসআর