ফেনী: ফেনী সদর, ফুলগাজী ও পরশুরাম উপজেলার স্থগিত থাকা ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
সীমানা নিয়ে আইনি জটিলতা ও বিভিন্ন কারণে সদরের দুইটি, ফুলগাজীর ছয়টি ও পরশুরামের তিনটি ইউপির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
ইউনিয়নগুলো হলো, ফেনী সদরের বালিগাঁও ও ধর্মপুর ইউনিয়ন; ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, মুন্সিরহাট, জিএমহাট, আমজাদহাট, আনন্দপুর ও দরবারপুর ইউনিয়ন এবং পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বকসমাহমুদ ইউনিয়ন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে বাংলানিউজকে জানান, ফেনীর পুলিশ সুপার রেজাউল হক।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর