ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পাবর্তীপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ১৬

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পাবর্তীপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ১৬ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত থাকা একটি কেন্দ্রের পুনঃনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ১৬ জন আটক হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের একমাত্র কেন্দ্র কইপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করেন ভ্রাম্যমাণ ‍আদালত।

তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

ওই কেন্দ্রের নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় নির্বাচন স্থগিত করা হয়। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৮৫ জন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।