ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন সমর্থক আহত হন।

পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামারদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শরিফুল ইসলাম রতনের (নৌকা) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর হাসান তৌফিকের (মোটরসাইকেল) সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আশিফুজ্জামান বাংলানিউজকে জানান, ফাঁকা গুলি ছুঁড়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।