বগুড়া: ‘জঙ্গি নির্মূল কর, জঙ্গি সঙ্গী বর্জন কর ও বিচার কর’ স্লোগানকে সামনে রেখে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বগুড়া জেলার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জাহেদুল ইসলাম খান লজে, আব্দুল হাকিম বেগ, মুক্তিযোদ্ধা আযিযুল হক খান বুলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জেলা জাসদ নেতা জীবন কৃষ্ণ যাদব, নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুল কাফি বেগ, আব্দুল লতিফ ডিনার, বাছেদ মেম্বার, ফারুক হোসেন, হারুনার রশিদ, রবীন্দ্র নাথ দাস রঞ্জন, হাসানুল মঞ্জুর দোদুল, আতিকুজ্জামান তুহিন, ওবায়দুল হক, জামিউল ইসলাম জুয়েল, জাহানারা বেগম লিচু, প্রভাষক আব্দুল মান্নান, ছাত্রলীগের সভাপতি ইছমাইল হোসেন দুখু, শ্রমিক নেতা মকবুল হোসেন, আব্দুল মোমিন মন্ডল, আশরাফ আলী, ছরওয়ার হোসেন, আব্দুল লতিফ বাচ্চু, আনছার আলী, রায়হান, মাহবুব প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জাসদ সব অন্যায়, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখন দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে সেখানেও জাসদ সামনের কাতারে রয়েছে। বক্তারা আগামী দিনে জঙ্গিবাদ সন্ত্রাসবিরোধী লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএনএস