ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুইমারায় ২টিতে আ’ লীগ ও ১টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
গুইমারায় ২টিতে আ’ লীগ ও ১টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে দু’টিতে আওয়ামী লীগ ও একটিতে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

 

গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা তিন হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ণ ত্রিপুরা পেয়েছেন দুই হজার ৫৪৯ ভোট।

হাফছড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী চাইথোয়াই চৌধুরী তিন হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্র মারমা পেয়েছেন তিন হাজার ৩৩৭ ভোট।

এছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেদাক মারমা এক হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সুইনু প্রু চৌধুরী মারমা পেয়েছেন এক হাজার ৩৪৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং হাফছড়ি, গুইমারা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।