ঢাকা: অাওয়ামী লীগকে পরগাছামুক্ত দল করতে যুবলীগকে কাজ করার আহ্বান জানিয়েছেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে একটি হোটেলে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে অায়োজিত বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুবলীগের প্রতি অনুরোধ, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ওপর যত বাধা আসবে আপনাদের তা নিয়ন্ত্রণ করতে হবে। পরগাছামুক্ত দল করতে আপনাদের কাজ করে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হবে। নেত্রীকে শক্তিশালী করলে তিনি দেশকে মুক্তি দেবেন।
তিনি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রথম কাজ হবে, শেখ হাসিনার মতো দেশপ্রেমিক নেত্রীর অধীনে কাজ করে দলের ভারসাম্য রক্ষা করা। অামাদের আপাতত লক্ষ্য হবে ‘ভিশন-২১’ বাস্তবায়ন। একইসঙ্গে ২০১৯ সালের নির্বাচনকে টার্গেট করে প্রস্তুতি নেওয়া।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মাদ ওমর চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আসাদুল হক আসাদসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমসি/জেডএস