ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জেল হত্যা দিবসে বনানী কবরস্থানে আ’লীগের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জেল হত্যা দিবসে বনানী কবরস্থানে আ’লীগের শ্রদ্ধা

ঢাকা: জেল হত্যা দিবস স্মরণে রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ৮টায় আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ম‍াহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও তাজউদ্দিনের মেয়ে শিমিন হোসেন রিমি।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন শত শত নেতা-কর্মী বনানী কবরস্থানে জাতীয় নেতাদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।