ঢাকা: সাংগঠনিক বিভাগভিত্তিক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগ নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ মূলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী, দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানক রংপুর ও রাজশাহী বিভাগ এবং আব্দুর রহমানকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, মো. মেজবাউদ্দিন সিরাজকে ময়মনসিংহ বিভাগ, বি. এম মোজাম্মেল হককে রংপুর বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে বরিশাল বিভাগ, একেএম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে খুলনা বিভাগ এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মূলতবি সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন নির্দেশনা দেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের দ্রুত জেলা নেতাদের বিরোধ মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমইউএম/এসকে/এসএনএস