ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

এসময় বিচারক রাশেদা সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহ আলম পলাশবাড়ী সদর উপজেলার গ্রিধারীপুর গ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, বিকেলে নাশকতা মামলায় আদালতে হাজিরা দিতে যান শাহ আলম। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৪ সালে সদর উপজেলার তুলসীঘাটে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলার আসামি শাহ আলম। এছাড়া তার বিরুদ্ধে ২৯টি নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।