ময়মনসিংহ: কিছু লোক দেশকে অশান্ত করতে অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সংস্কারকৃত হলরুমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
নাসিরনগরের ঘটনাকে দু:খজনক উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা চলবে না। আমরা অসাম্প্রদায়িক দেশ ও সমাজ গড়ে তুলতে চাই। কিন্তু কিছু লোক দেশকে অশান্ত করতে এ অপতৎপরতা চালাচ্ছে’।
শিক্ষাবোর্ড ও হাইকোর্টের একটি করে বেঞ্চ প্রতিটি বিভাগীয় শহরে দিলে মামলার জট ও ঢাকার যানজট কমবে বলেও মন্তব্য করেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘হাইকোর্টের বেঞ্চ ও শিক্ষাবোর্ড ময়মনসিংহে আনবোই। সবাই মিলে ময়মনসিংহের উন্নয়ন করবো’।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা বিএনপির সভাপতি কামরুল ইসলাম মো. ওয়ালিদ। বিশেষ অতিথি ছিলেন বিরোধী দলের হুইপ সেলিম উদ্দিন এমপি, সালাহউদ্দিন মুক্তি এমপি, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম ফয়জুল হক, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমএএএম/এএসআর