ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

রাজনীতি

কেরানীগঞ্জে জাপা নেতার বাড়ি ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
কেরানীগঞ্জে জাপা নেতার বাড়ি ভাঙচুর

কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক মনির সরকার (৫৫) ও তার ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের (৪০) বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক মনির সরকার (৫৫) ও তার ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের (৪০) বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর ‍‌আহত হয়েছেন মনির সরকার।

জাপা নেতা মনির সরকার বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর স্থানীয় দরবেশ, শাহজাহান, মোয়াজ্জেম, হাবিবুর রহমান, মহিউদ্দিন ও মহসিনের নেতৃত্বে ৪০/৫০ জন লোক আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ‍এ সময় বাধা দিতে গেলে আমার ছোট ভাই তোফাজ্জলকে মারধর করেন তারা।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হামলা-ভাঙচুরের কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।