ঢাকা: কাল বৈশাখী ঝড় এলে আর ভাবনা-চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। আন্দোলনের ঝড়ে অনেক কিছুই তছনছ হয়ে যাবে।
শনিবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
‘সার্কের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন দেশে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ভোটের দরকার…ততই মঙ্গল। আমরা তাকে কেন বলছি? কাল বৈশাখী ঝড় উঠে গেলে তখন আর ভাবনা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না।
‘গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানে যখন ঝড় উঠে যাবে, আন্দোলনের ঝড়, সেই ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে। ফ্যাসিবাদের রক্ষা হবে না। তাই যত তাড়াতাড়ি পারেন গণতন্ত্রে ফিরে আসুন, নির্বাচনে ফিরে আসুন। বিরোধী দলকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা থেকে রেহাই দিন। ’
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
এছাড়া অন্যদের মধ্যে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএফআই/আরআইএস/এমএ