ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

কাস্ত্রোর মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, নভেম্বর ২৬, ২০১৬
কাস্ত্রোর মৃত্যুতে খালেদার শোক খালেদা জিয়ার টুইটারের স্ক্রিনশট

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৬ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। খালেদা কিউবার সরকারকেও পৃথক একটি শোকবার্তা দেন।

ঢাকা: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৬ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

খালেদা কিউবার সরকারকেও পৃথক একটি শোকবার্তা দেন।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, “মানুষের অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই, কিন্তু তিনি বিশ্ব ইতিহাসে অমর থাকবেন। ”

রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে ৯০ বছর বয়সে জীবনাবসান ফিদেল কাস্ত্রোর। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ