নারায়ণগঞ্জ: অন্যায়ের কাছে আগেও মাথা নত করি নাই সামনেও করবো না বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, গত ৫ বছর পৌরসভা আর ৮ বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি।
আইভী আরও বলেন, আমি আমার কাজের বর্ণনা দিতে আসি নাই। কাজ কী করেছি, কী করি নাই তা জনগণের চোখের সামনে। যতটা পেরেছি মানুষের সেবা করেছি। নারায়ণগঞ্জকে সাজানোর চেষ্টা করেছি। নিজের জীবন বাজি রেখে সন্ত্রাস, খুন, গুম ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া খানকায়ে কাদেরীয়া শরীফে দোয়া প্রার্থনার আগে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন মেয়র প্রার্থী আইভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে নারায়ণগঞ্জের উন্নয়ন করার জন্য। এ নৌকা শুধু বঙ্গবন্ধুর নৌকা না। অনেক পীর অলি আউলিয়ার কিস্তি। এজন্য তাদের কাছে দোয়া চাইতে আসা।
এ সময় উপস্থিত ছিলেন খানকায়ে কাদেরীয়া শরীফের নন্দনপুরী হুজুরে গদিনশিন শাহ পরাণ আল কাদরী, এলাকার বয়োজ্যেষ্ঠ সিরাজুল হক সরদার, জাপান আ’লীগের সভাপতি শামসুল আলম বুটু, খানকায়ে কাদেরীয়া শরীফের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআরএস/এমজেএফ