রাজশাহী: রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ চত্বর থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ফুলার ভবনের পাশে বাগানে লাঠিসোটা নিয়ে প্রায় ২০ মিনিট দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে।
এ সময় কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে রাজশাহী কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ ঘটনাস্থলে কোনো আহতকে পাননি বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসএস/এএটি/এএসআর