ঢাকা: ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অনিয়ম, সহিংসতা, ভোট ডাকাতি, গুম, খুনের আশঙ্কায় ভুগছে বিএনপি। এ আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয় সে কারণেই শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, অতীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, সহিংসতা, প্রাণনাশের হুমকি ইত্যাদি অনাচার সংঘটিত হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়গুলো সম্পর্কে জানানোর পরও আমাদের সব অভিযোগ তারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। যা স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের অংশ হতে পারে না। আশা করছি নাসিক নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিযোগীতামূলক করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে কমিশন।
পাশাপাশি দলবাজ প্রশাসনকে সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবশে ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রিজভী।
এসময় নাসিক নির্বাচনে সমন্বয় কমিটিও ঘোষণা করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান স্বমন্বয়কারী হিসেবে ঘোষণা করেন।
এছাড়াও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ সব অংঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
পাশাপাশি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দুই নেতা আকতারুল ও আসাদকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জেডএফ/এসএইচ