ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বগুড়ায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
 প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বগুড়ায় দোয়া ছবি: আরিফ জাহান

প্রধানমন্ত্রী শেখা হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মাসিক সভা করেছে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ।
 

বগুড়া: প্রধানমন্ত্রী শেখা হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মাসিক সভা করেছে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ।
 
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ‘রাঙা প্রভাত’ যান্ত্রিক ত্রুটিতে পড়ার প্রেক্ষিতে দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এ ধরনের কর্মসূচি পালন করছে।
 
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি খাদিজা খাতুন শেফালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথি, রেহেনা নাছরিন স্বপ্না প্রমুখ।
 
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
 
শেষে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।