ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সংসদে উপস্থিতির রেকর্ড গড়তে চান বিএনএফ সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সংসদে উপস্থিতির রেকর্ড গড়তে চান বিএনএফ সভাপতি ছবি: জিএম মুজিবুর

জাতীয় সংসদে উপস্থিতির রেকর্ড গড়তে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ।

ঢাকা: জাতীয় সংসদে উপস্থিতির রেকর্ড গড়তে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ।

তিনি বলেছেন, পার্লামেন্টে আমি আর অনুপস্থিত থাকতে চাই না, এটা একটা রেকর্ড হতে পারে।

আল্লাহ যদি ছহি সালামতে রাখে তাহলে রেকর্ড হবে যে সব থেকে বেশি উপস্থিতি বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মাওলানা ভাষানী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

বিকেল ৪টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট বক্তব্য রেখে সংসদে চলে যান আবুল কালাম আজাদ।

তিনি বলেন, গণতন্ত্রের পূর্ব শর্ত জনমত সহিষ্ণুতা। আমরা অনেকগুলো বিতর্কে জড়িয়ে আছি, এগুলোর অবসান হওয়া দরকার। স্বাধীনতা যুদ্ধে সবার যে লক্ষ্য ছিল সে লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে গে তবেই যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন স্বার্থক হবে।

বিএনএফ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নাসিরা খানম, কলামিস্ট কামরুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।